• Amar Shahor
  • Home
  • Advertisements Gallery
  • My account
Submit A Classified
Sign in or Register
Submit A Classified

মালদহের গৌড় এক্সপ্রেসের যাত্রাপথ পরিবর্তন সহ বেশ কিছু ট্রেনের সময়সূচী পরিবর্তন

  • Advertisement Descriptions
  • prev
  • next
  • Direct message
  • prev
  • next
Descriptions

Newsbazar 24: গৌড় এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হচ্ছে। তবে এই ব্যবস্থা অল্প কিছুদিনের জন্য। ১৩১৫৩/১৩১৫৪ মালদহ টাউন- শিয়ালদহ গৌড় এক্সপ্রেস চলাচল করবে ব্যান্ডেল- কাটোয়া- আজিমগঞ্জ- নিউ ফারাক্কা হয়ে। প্রতিদিন নয়, এপ্রিল মাসের শেষ সপ্তাহে কয়েকদিন-সহ মে মাসের প্রায় আট দিন। কারণ এই সময়ের মধ্যে হাওড়া ডিভিশনের ব্যান্ডেলের কাছে শক্তিগড় সেকশনে ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক করা হবে।
পূর্ব রেলের মালদহ ডিভিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্যান্ডেল-শক্তিগড় সেকশনের আদিসপ্তগ্রামে ১২ নম্বর লেভেল ক্রসিং গেটে সাবওয়ে তৈরি হবে। এই কাজের জন্য প্রায় পাঁচ মাস সময় লাগবে।
১৩১৫৩/১৩১৫৪ শিয়ালদহ-মালদহ টাউন গৌড় এক্সপ্রেস ২৯.০৪.২৩ তারিখে ব্যান্ডেল, অম্বিকা কালনা, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জে স্টপেজ সহ ব্যান্ডেল-কাটোয়া-আজিমগঞ্জ-নিউ ফারাক্কা হয়ে ডাইভার্ট করা হবে। ০৫/০৫, ০৬/০৫, ০৮/০৫, ১১/০৫, ১৩/০৫, ১৪/০৫,১৬/০৫ এবং ১৮.০৫.২০২৩3)
১৩০৩০ ডাউন মোকামা-হাওড়া এক্সপ্রেস ২৯/০৪,০৪/০৫, ০৬/০৫, ০৮/০৫, ১১/০৫, ১৩/০৫, ১৪/০৫, ১৬/০৫ এবং বর্ধমান-হাওড়া কর্ড লাইনের মাধ্যমে ডাইভার্ট করা হবে ১৮.০৫.২০২৩।
তবে আপাতত রেলের পক্ষ থেকে ১৭.০৪.২৩ (সোমবার) থেকে ১৯.০৫.২৩ (শুক্রবার) পর্যন্ত ট্রেন চালানোর জন্য নিম্নলিখিত ব্যবস্থা করা হয়েছে:
মেইল/এক্সপ্রেস বাতিল করা হয়েছে:১)১৩০২৭ হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস ২৯/০৪,০৪/০৫, ০৬/০৫, ০৮/০৫, ১১/০৫ ১৩/০৫, ১৪/০৫,১৬/০৫ ১৮.০৫.২০২৩ তারিখে বাতিল থাকবে।২) ১৩০২৮ আজিমগঞ্জ-হাওড়া কবিগুরু এক্সপ্রেস ৩০/০৪, ০৫/০৫ ০৭/০৫, ০৯/০৫, ১২/০৫, ১৪/০৫,১৫/০৫, ১৭/০৫, ১৯.০৫.২০২৩ তারিখে বাতিল থাকবে।
মেইল/এক্সপ্রেস নিয়ন্ত্রণ:
১) ১৩১০৬ ডাউন বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস ৩০/০৪, ০৫/০৫, ০৭/০৫, ০৯/০৫, ১২/০৫, ১৪/০৫, ১৫/০৫, ১৭/০৫ তারিখে ০১ ঘন্টা ৫০ মিনিটের জন্য যথাযথভাবে নিয়ন্ত্রণ করা হবে , ১৯.০৫.২০২৩।
২) ১৩১৬০ DN জোগবানি-কলকাতা এক্সপ্রেস ৩০/০৪, ০৫/০৫, ০৭/০৫, ১২/০৫, ১৪/০৫, ১৭/০৫, ১৯.০৫.২০২৩ তারিখে ০১ ঘন্টা ৪০ মিনিটের জন্য যথাযথভাবে নিয়ন্ত্রণ করা হবে।
৩) ১৩১৩৬ ডাউন জয়নগর-কলকাতা এক্সপ্রেস ১৫ মে ০১ ঘন্টা ২০ মিনিটের জন্য যথাযথভাবে নিয়ন্ত্রণ করা হবে।৪) ১৩১৩৮ ডাউন আজমগড়-কলকাতা এক্সপ্রেস ১৭ মে ০১ ঘন্টা ২০ মিনিটের জন্য যথাযথভাবে নিয়ন্ত্রণ করা হবে
৫) ১৩১৫৬ ডাউন সীতামারহি-কলকাতা এক্সপ্রেস ৯ মে ০১ ঘন্টা ২০ মিনিটের জন্য যথাযথভাবে নিয়ন্ত্রণ করা হবে।
৬)১৩০২৪ ডাউন গয়া-হাওড়া এক্সপ্রেস ৩০/০৪, ০৫/০৫, ০৭/০৫, ০৯/০৫, ১২/০৫, ১৪/০৫, ১৫/০৫, ১৭/০৫ তারিখে ০১ ঘন্টা ১০ মিনিটের জন্য যথাযথভাবে নিয়ন্ত্রণ করা হবে , ১৯.০৫.২০২৩।
৭) ১৩০২২ ডাউন রাক্সৌল-হাওড়া মিথিলা এক্সপ্রেস ৩০/০৪, ০৫/০৫, ০৭/০৫,০৯/০৫, ১২/০৫, ১৪/০৫, ১৫/০৫, ১৭/০৫ তারিখে ৪৫ মিনিটের জন্য যথাযথভাবে নিয়ন্ত্রণ করা হবে ১৯.০৫.২০২৩৮)
৮) ১৫০৪৮ ডাউন গোরখপুর-কলকাতা পূর্বাঞ্চল এক্সপ্রেস ০৯/০৫, ১৫/০৫, ১৭.০৫.২০২৩ তারিখে ৩০ মিনিটের জন্য উপযুক্তভাবে নিয়ন্ত্রণ করা হবে।
৯) ১৫০৫০ ডাউন গোরখপুর-কলকাতা পূর্বাঞ্চল এক্সপ্রেস ৩০/০৪, ০৭/০৫, ১৪.০৫.২০২৩ তারিখে ৩০ মিনিটের জন্য উপযুক্তভাবে নিয়ন্ত্রণ করা হবে।
১০)১৫০৫২ ডাউন গোরখপুর-কলকাতা পূর্বাঞ্চল এক্সপ্রেস ০৫/০৫ ১২/০৫, ১৯.০৫.২০২৩ তারিখে ৩০ মিনিটের জন্য যথাযথভাবে নিয়ন্ত্রণ করা হবে।

You May Also Be Interested In

PAN & Adhar link সহজেই মোবাইল বা কম্পিউটার থেকে নিজেই করে নিন !

  • শঙ্কর চক্রবর্তী (news bazar24):  হাতে আর কয়েকটা দিন সময়। এরমধ্যে প্যান আধার লিঙ্ক করার সময় না বাড়ালে আপনি পরতে পারেন বড় সমস্যায়।আর মেয়াদ যদি বাড়েও তবুও কিন্ত ১০০০ টাকা ফ্রি হবে না বলেই ভেবে রাখুন। তাই শেষ দিনের অপেক্ষায় না থেকে আজই করে নিন প্যান ও আধার লিঙ্ক। আমি নিজে সহজ ভাবে লেখার চেষ্টা করলাম, যাতে আপনি সহজেই নিজের মোবাইল বা কম্পিউটার থেকে করতে পারেন । তবে মোবাইল থেকে করলে ডেস্কটপ মোড অন করে নিন এতে বেশি সুবিধা হবে। কি করে করবেন ? ১) প্রথমে https://www.incometax.gov.in/iec/foportal/   ( incometax.gov.in/iec/foportal ) এই সাইটে যান বা লিঙ্ক এ ক্লিক করুন। ব্রাঊজারে লিঙ্ক টি ওপেন হলে বাম দিকে দেওয়া  Link Adhaar  মেনুতে ক্লিক করুন বা পেজের মাঝখানে দেওয়া Link your Pan এ ক্লিক করুন । ২) এরপর প্যান ও আধার নম্বর নম্বর এর জায়গায় আপনার প্যান ও আধার নম্বর দিয়ে Validate বাটানে ক্লিক করুন। ৩) এরপর Continue to pay through E-pay Tax বাটনে ক্লিক করুন। ৪)এরপর e-pay tax এর পেজ খুললে পর পর দুই ফাঁকা জায়গাতে প্যান নম্বর দিন। এবং মোবাইল নম্বর দিন…এবং Continue তে ক্লিক করুন । ৫)এরপর OTP দিন এবং continue এ প্রেস করুন ৬)এবার একটি নতুন পেজ আসবে যেখানে আপনার প্যান নম্বর দেওয়া থাকবে আর নামের কিছু লেটার সহ xxxx থাকবে । এখানেও continue তে ক্লিক করুন। ৭) এবার চালান এর যে পেজ টি আসবে সেখানে Advance Tax (100), Self Assessment Tax এর ঘরের Proceed এ কিল্ক করুন ৮) এবার যে পেজ ওপেন হবে  সেখানে Assessment Year –এর ঘরে ২০২৩-২৪ ও Type of Payment (Minor Head) এর ঘরে Other Receipts 500 সিলেক্ট করুন ।এবং Continue তে প্রেস করুন ৯_) এবার New Payment এর একটি পেজ খুলবে এই পেজের নিচে দেখুন Total (a + b + c + d + e + f) amount 1000 দেখাবে। বাকি ঘরে শুন্য থাকবে। এখানেও continue তে ক্লিক করুন ১০) এরপর ব্যাঙ্ক ও প্যামেন্ট অপশন সিলেক্ট করে Pay Now বাটনে প্রেস করতে হবে। ১১) এরপর Terms and Conditions একটি নোটিশ অফিস পেজ আসবে। স্ক্রোল করে নিচে আসুন, এবং I agree to the terms and conditions. এ টিক দিয়ে Submit to Bank এ প্রেস করুন। ১২) অন লাইনে প্যামেন্ত করার মত পেমেন্ট করুন ১৩) পায়মেন্ত successful হয়ে গেলে সবুজ রঙের The Challan Payment is successful! এই ম্যসেজ আসবে। পাশে চালান ডাউনলোডের অপশন আসবে । ১৪) Download  অপশন এ ক্লিক করলে আপনার রিসিভ ডাউনলোড হয়ে যাবে। ১৫) ২-৪ দিন অপেক্ষা  করতে হতে পারে। মাঝে মধ্যে প্যান -আধার লিঙ্ক স্ট্যাটাস চেক করুন । ব্যাঙ্ক থেকে প্যামেন্ট রিসিভ হয়ে গেলে একটি পপ-আপ খুলবে ওখানে Continue করুন। এরপর যে পেজটি আসবে সেখানে আধার কার্ডে দেওয়া নামটি টাইপ করুন । আর মোবাইল নম্বর দিন , যে নম্বরটি প্রথমে OTP এর জন্য দিয়েছিলেন। এরপর OTP টাইপ করুন  আর নিচে দেওয়া Validate বাটনে ক্লিক করুন। এরপর একটি ম্যাসেজ আসবে। এরপর কিছু ঘণ্টা অপেক্ষা করুন।

     

     

     

মালদাবাসীর জন্য সু’খবর; গ্রীষ্মে মুম্বই পর্যন্ত স্পেশাল ট্রেন চালাবে রেল

  • মালদা থেকে মুম্বাইয়ের ছত্ৰপতি শিবাজী টার্মিনান্স। গ্রীষ্মে সপ্তাহিক স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, বুধাবার মালদা টাউন থেকে ট্রেনটি মুম্বাইয়ের ছত্ৰপতি শিবাজী টার্মিনান্স-এর উদ্দেশ্যে রওনা দেবে। আবার সোমবার ছত্ৰপতি শিবাজী টার্মিনান্স থেকে ছেড়ে মালদা টাউনে এসে পৌঁছবে। জানা গিয়েছে, প্রতি গরমেই ওই রুটে যাত্রী সংখ্যা অত্যাধিক বেশি হয়। এরকম একটি স্পেশাল ট্রেনের দাবি ছিল দীর্ঘ দিনের। যে কারণেই গত বছর থেকে স্পেশাল ট্রেনটি চালাচ্ছে রেল। তবে এটি শুধুমাত্রই গ্রীষ্মের জন্যই। ছত্ৰপতি শিবাজী টার্মিনান্স থেকে মালদা টাউন পর্যন্ত ট্রেনটি চলবে ১০.৪.২০২৩ থেকে ২৯.০৫.২০২৩ তারিখ পর্যন্ত। অন্যদিকে মালদা থেকে মুম্বই আগামী ১২.০৪.২০২৩ থেকে ৩১.০৫.২০২৩ পর্যন্ত চলবে। ট্রেনের সময়সূচী নিয়ে রেল জানিয়েছে, প্রতি বুধবার মালদা টাউন থেকে ট্রেনটি ১২.২০-তে ছাড়বে। উল্টো দিকে প্রতি সোমবার মুম্বাইয়ের ছত্ৰপতি শিবাজী টার্মিনান্স থেকে ট্রেনটি ১২.২০ মিনিটে মালদার উদ্দেশ্যে ছাড়বে।

     

© This Website Is Owned by Eyedea l Crafted By WebCraft

Cart