মালদার প্রবীন নাগরিকদের জন্য সুখবর পশ্চিমবঙ্গে দ্বিতীয় ও উত্তরবঙ্গে প্রথম
ALIMCO - PMDK
(এলিমকো - পি.এম.ডি.কে) এর -: উদ্যোগে :-
কৃপালু শেল্টার
(নতুন রূপে প্রবীন নাগরিকদের জন্য সহায়তা কেন্দ্ৰ
এখানে RVY প্রকল্পের অধীনে প্রবীন নাগরিকদের জন্য বিনা ব্যয়ে হুইল চেয়ার, কানের মেশিন, চশমা, লাঠি, কোমরের বেল্ট, পটি চেয়ার, দাঁত, হাঁটুর বেল্ট পাওয়া যায়৷
-: ব্যবস্থাপনায় :-
উমা রায় স্মৃতি জেলা প্রতিবন্ধী পুর্নবাসন কেন্দ্র, (ডি.ডি.আর.সি), মালদা। -: সহযোগিতায় :- হায়দারপুর শেল্টার অফ মালদা
স্থান : ২ নং গভঃ কলোনী, বাঘাযতীন ক্লাবের বিপরীতে, উমা রায় স্মৃতি জেলা প্রতিবন্ধী পুর্নবাসন কেন্দ্র, (ডি.ডি.আর.সি), মালদা
-: যে সকল ব্যক্তিরা সুবিধা পাবেন এবং সুবিধা পাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র :- * যারা ভারতীয় নাগরিক যাদের বয়স ৬০ বছরের বেশি হতে হবে। * বিগত তিন বছরে এই প্রকল্পে যদি কোন সুবিধা না পেয়ে থাকে। যাদের মাসিক আয় ১৫,০০০ টাকার বেশি নয়।
* সঙ্গে আনতে হবে আধার কার্ড, ছবি এবং ইনকাম সার্টিফিকেট।
Description:



